
হোম > বিজনেস নলেজ হাব
ব্রেক ইভেন পয়েন্ট (Break Even Point):
ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে বিজনেস এর এমন একটা পয়েন্ট যেখানে ফিক্সড কস্ট আর গ্রস প্রফিট সমান হয়ে যায়।অর্থাৎ যেখানে আপনার বিজনেস এর লাভ-ক্ষতি কিছুই নেই।
একটা উদাহরণের মাধ্যমে এ ব্যপারটি বুঝার চেষ্টা করি- ধরি, আপনার নতুন বিজনেস এ নিম্নোক্ত খরচগুলো হয়েই থাকে, সেলস থাকুক আর নাই থাকুক, যেগুলোকে আমরা ফিক্সড কস্ট বলে থাকি। | |||
অফিস ভাড়া | 20000 | ||
বেতন | 30000 | ||
আপ্যায়ন | 5000 | ||
মোট ফিক্সড কস্ট | 55000 | ||
আপনি কি পরিমান পণ্য বিক্রয় করলে এই ৫৫ হাজার টাকা প্রফিট করতে পারবেন, সেই পরিমান পণ্যই আপনার জন্য Break Even Point (BEP).
ধরি, আপনি প্রতিটি পণ্যবিক্রয় করে৫০০০টাকা লাভ করেন তাহলে ৫৫হাজার টাকা লাভ করার জন্য আপনাকে ৫৫,০০০/৫০০০ = ১১টি, পণ্য বিক্রয় করা লাগবে। নিচের হিসাবটি মিলিয়ে নিনঃ | |||
Fixed Cost | 55000 | ||
Gross Profit from each item | 5000 | ||
No. of unit required for BEP | 11 | ||
Sales price per unit | 30000 | ||
Sales amount for BEP | 330000 | ||
তাহলে দেখা যাচ্ছে, আপনি ৩ লাখ ৩০ হাজার টাকার পণ্যবিক্রয় করলে ৫৫হাজার টাকা লাভ করেন যা আপনার অফিসের ফিক্সড কস্ট কাভার করবে।এরপর যদি ১ পিস বিক্রয় করেন সেটির কস্ট বাদ দিয়ে যা থাকবে তাই হবে আপনার নেট প্রফিট।
উপরের উদাহরণটি যদি আমরা স্ট্যান্ডার্ড প্রফিট এন্ড লস একাউন্ট ফরমেট এ দেখি- | |||
BEP Point | |||
Sales | 11 | 30000 | 330000 |
Cost of Sales | 11 | 25000 | 275000 |
Gross Profit | 55000 | ||
Office Rent | 20000 | ||
Salary Expense | 30000 | ||
Entertainment | 5000 | ||
Total Expense | 55000 | ||
Net Profit | 0 | ||
এবার ১২ পিস প্রোডাক্ট বিক্রয় করে আমরা সেইম উদাহরণটা বুঝব, ১২পিস মানে Break Even Point এর ১পিস যার মানে হচ্ছে নেট প্রফিট ৫হাজার টাকা দাঁড়াবে। | |||
Sales | 12 | 30000 | 360000 |
Cost of Sales | 12 | 25000 | 300000 |
Gross Profit | 60000 | ||
Office Rent | 20000 | ||
Salary Expense | 30000 | ||
Entertainment | 5000 | ||
Total Expense | 55000 | ||
Net Profit | 5000 |