হোম > সফলতার গল্প

ঘরোয়া খাবার তৈরির মাধ্যমে একজন সফল উদ্যোক্তা

প্রোফাইল

 

নামঃ আফরোজা আহমেদ জবা

পদবিঃ প্রতিষ্ঠাতা 

অবস্থানঃ ঢাকা

শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক

ব্যবসার ধরণঃ খাবার

শুরুর সময়ঃ ২০২১

ব্যবসা শুরুর মূলধনঃ ৮ হাজার টাকা

কর্মীর সংখ্যাঃ ৩ জন

মাসিক আয়ঃ ২০ হাজার টাকা

বাৎসরিক আয়ঃ প্রায় ২ লাখ টাকা

 

 

No description available.
আফরোজা আহমেদ জবা

 

 

 

 

 

 

 

 

মূল গল্প:

আমি আফরোজা আহমেদ জবা , বলতে চাই আমার জীবন বদলানোর ছোট্ট গল্প। স্বপ্ন ছিল একজন সফল উদ্যোক্তা হবো। পারিবারিক অনুপ্রেরণায় স্বপ্ন পূরণের সুযোগ পাই, শুরু করি খাবার তৈরির মাধ্যমে। আশেপাশের মানুষের কটু কথা থামাতে পারে নি আমাকে।  আর্থিক অবস্থা ভালো না হওয়ায়, শুরুটা ৮০০০ টাকা পুঁজি নিয়ে ক্ষুদ্র পরিসরে হলেও আজ দিন বদলেছে। অনলাইন জগতে লোকসমাজে নিজের পরিচিতি তৈরি করা ছিল সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার, তবে ভয় না পেয়ে অবিচল ছিলাম নিজের লক্ষ্যে । ধৈর্য ও কঠোর পরিশ্রম দ্বারা অর্জন করি আজকের এই সফলতা, হতে পেরেছি একজন সফল উদ্যোক্তা। এখন আমার মাসিক আয় বেড়ে দাঁড়িয়েছে ১৫ - ২০ হাজার। আমার সাফল্যের মাধ্যমে আমি প্রেরিত করতে চাই যে, লক্ষ্যে অবিচল থাকলে যেকোনো প্রতিকূলতাই মোকাবেলা করা সম্ভব।