
হোম > বিজনেস নলেজ হাব
ফাইনান্সিয়াল স্টেটমেন্ট
ফাইনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে কতগুলো স্টেটমেন্ট যেখান থেকে একটি ব্যবসায়ের পারফরম্যান্স এবং পজিশন জানা যায়। পারফরম্যান্স মানে হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে ওই ব্যবসায়ের কত ইনকাম অথবা এক্সপেন্স হয়েছে। আর পজিশন হচ্ছে একটি নির্দিষ্ট দিনে বা সময়ে ওই ব্যবসায়ের টোটাল কত টাকার ক্যাসেট এবং কত টাকা লায়াবিলিটি আছে। নিচে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলোর নাম দেয়া হলো।
ইনকাম স্টেটমেন্ট: ইনকাম স্টেটমেন্ট অথবা প্রফিট অ্যান্ড লসে একাউন্ট অথবা স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম থেকে একটি ব্যবসায় নির্দিষ্ট সময় কাল-এ কত ইনকাম করেছে কত খরচ করেছে এবং ফাইনালি কত টাকা নিট প্রফেট লস হয়েছে সেটি জানা যায়।
ব্যালেন্স শিট: ব্যালেন্স শীট হচ্ছে একটি নির্দিষ্ট দিনে ব্যবসায়ের টোটাল অ্যাসেট এবং টোটাল লাইয়াবিলিটির একটি প্রেজেন্টেশন।
ক্যাশ ফ্লো স্টেটমেন্ট: ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে ব্যবসার মধ্যে ক্যাশ ইনফ্লো এবং ব্যবসা থেকে ক্যাশ আউট ফ্লো অর্থাৎ ব্যবসার মধ্যে যে টাকা ঢুকেছে সেটা কোন কোন সোর্স থেকে ঢুকেছে আর যে টাকাটা বের হয়েছে সেটা কোন কোন খাতে বের হয়েছে। সব সময় ক্যাশ ইন মানে এই নয় যে সেটা ইনকাম এমনও হতে পারে আপনি লোন করে ব্যবসায় টাকা এনেছেন সেটিও আপনার ক্যাশ ইনফ্লো অথবা ব্যবসায়ের কোন এসেট বিক্রি করি টাকা এনেছেন সেটিও আপনার ক্যাশ ইনফ্লো। ব্যবসার ইনকাম থেকে যে টাকা ব্যবসায় ঢুকে সেটিকে আমরা বলি অপারেটিং ক্যাশ ফ্লো এবং সেই ইনকামকে সাপোর্ট দিতে ব্যবসার পরিচালনা করতে যে টাকা ব্যবসা থেকে বের হয় সেটাকে আমরা বলি অপারেটিং ক্যাশ আউট ফ্লো, কারো কাছ থেকে লোন নিয়ে যেই টাকার ব্যবসায়ী প্রবেশ করে সেটিকে আমরা বলি ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং একটিভিটিস। সামগ্রিকভাবে ব্যবসায়ী তিন ধরনের ক্যাশ ফ্লো হয়- ক্যাশ ফ্রম অপারেটিং এক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং একটিভিটিস।
চেইঞ্জেস ইন ইকুইটি: ইকুইটি মানে হচ্ছে ব্যবসায়ের উপর মালিকের পাওনা। ব্যবসায়ের শেয়ার হোল্ডার যেই টাকা ইনভেস্ট করেন সেটি তার ইকুইটি এবং তার সাথে প্রতি বছর যে ইনকাম অথবা লস হয় সেটিও তার ইকুইটি। চেইঞ্জেস ইন ইকুইটি স্টেটমেন্টে শেয়ারহোল্ডারদের ইনভেস্টমেন্টে কি পরিমান পরিবর্তন হলো সেটা জানা যায়। যদি কোম্পানির নেট প্রফিট হয় ইকুইটি বেড়ে যাবে যদি কোম্পানির নেট লস হয় তাহলে ইকুইটি কমে যাবে।
একটি ব্যবসায় এর সামগ্রিক অবস্থা বুঝার জন্য এই চারটি স্টেটমেন্ট কে বোঝা অথবা বুঝে পড়া খুবই গুরুত্বপূর্ণ।
নিচে এই স্টেটমেন্ট গুলোর ছবি দেয়া হলো-
Profit and Loss for the Month of Jan 2025
Particulars | Amount in BDT |
Sales/Income | 100,000 |
Redbook Training Income | 50,000 |
Excel Training Income | 50,000 |
Cost of Sales | 50,000 |
Trainer Fee | 20,000 |
Office Rent | 30,000 |
Material Cost | 0 |
Gross Profit | 50,000 |
Operating Expense | 25,000 |
Office supplies | 2,200 |
Conveyance | 3,300 |
Repair & Maintenance | 15,000 |
Entertainment | 4,400 |
Operating Profit | 25,000 |
Finance Cost | - |
Profit Before Tax | 25,000 |
Income Tax | - |
Net Profit/Profit after Tax | 25,000 |
Balance Sheet as at 31 January 2020
Assets | Amount in BDT |
Non Current Assets | 10,48,000 |
Furniture | 2,12,000 |
Computer & IT Equipment | 4,85,500 |
Office Equipment | 3,50,000 |
|
|
Current Assets | 24,47,000 |
Cash in Bank | 2,037,000 |
Cash in Hand | 3,02,500 |
Advance to staff | 7,500 |
Advance Rent | 100,000 |
Total Assets | 34,95,000 |
Equity and Liabilities |
|
Equity | 30,25,000 |
Retained Earning | 0 |
Profit for the period | 25,000 |
Share Capital | 30,00,000 |
Non Current Liabilities | 0 |
Long Term Loan | 0 |
Current Liabilities | 4,70,000 |
Accounts Payable | 4,50,000 |
Salary Payable | 20,000 |
Total Equity and Liabilities | 34,95,000 |
|
|