হোম > বিজনেস নলেজ হাব

Trade License Related

ট্রেড লাইসেন্স

বিজনেস করতে হলে আপনাকে লাইসেন্স নিতে হবে। যেকোন বিজনেস করতে গেলেই লাইসেন্স নেওয়া আবশ্যক। এটি মূলত ব্যবসা করার পারমিশন যেটি না পেলে আপনি বিজনেস করতে পারেন না। ব্যবাসায়ের  ধরণ অনুযায়ী ট্রেড লাইসেন্স নেয়ার জন্য প্রযোজ্য অথরিটি থেকে অনুমোদন বা লাইসেন্স নিয়ে তারপর ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করতে হয় অথবা আগে ট্রেড লাইসেন্স নিয়ে তারপর যথাযথ অথরিটির কাছ থেকে পারমিশন নিতে হয়। যেমন: আপনি যদি বিদেশ থেকে কোন পণ্য ইমপোর্ট করতে চান তাহলে আপনাকে বানিজ্য মন্ত্রনালয় থেকে আইআরসি (ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট) নিতে হবে, আবার আপনি যদি পরিবেশ এর ক্ষতি হওয়ার আশংকা আছে সে ধরণের কোন বিজনেস করেন তাহলে আপনাকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে।

এক্ষেত্রে দয়াকরে মনে রাখবেন যদি আপনি লিমিটেড কোম্পানি অপেন করতে চান তাহলে সবার আগে রেজিস্ট্রার অব জয়েন্ট ‍স্টক কোম্পানি (আরজেএসসি) থেকে রেজিস্ট্রেশন নিতে হবে তারপর ট্রেড লাইসেন্স এবং অন্যান্য অনুমোদন নিতে হবে।

ট্রেড লাইসেন্স দেয় কোন অথরিটি- 

ট্রেড লাইসেন্স দেয়ার দায়িত্ব স্থানীয় সরকারের উপরের ন্যাস্ত। স্থানীয় সরকার বলতে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, জেলা বা উপজেলা পরিষদকে বোঝায়। একটি অফিসের নিমিত্তে ট্রেড লাইসেন্স নিয়ে দেশব্যাপী ব্যবসা করা যায়। তবে ব্যবসা প্রসারের স্বার্থে অন্য স্থানীয় সরকারের অধীনে শাখা অফিস করতে হলে সেখানকার জন্য পৃথক ট্রেড লাইসেন্স করতে হবে।

ট্রেড লাইসেন্স নিতে নিম্নোক্ত ডকুমেন্টগুলো আপনাকে অথরিটি বরাবর জমা দিতে হবে-

একমালিকানা ব্যবসার ক্ষেত্রে-

  • ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিস বা দোকান ভাড়ার চুক্তিপত্রের কপি
  • অফিস বা দোকান ব্যবসায়ির নিজের জায়গা হলে ইউটিলিটি বিল এবং হোল্ডিং ট্যাক্স পরিশোধের ফটোকপি। এই অফিস বা দোকানটি অবশ্যই বাণিজ্যিক স্থাপনায় হতে হবে। 
  • স্বত্বাধিকারীর তিন কপি পাসপোর্ট সাইজের ছবি
  • স্বত্বাধিকারীর জাতীয় পরিচয়পত্র

অংশীদারী ব্যবসার ক্ষেত্রে-

  • অফিস বা দোকান ভাড়ার চুক্তিপত্র্রের কপি
  • জায়গাটি অংশীদারদের কারোর নিজের হলে ইউটিলিটি বিল এবং হোল্ডিং ট্যাক্স পরিশোধের ফটোকপি
  • ৩০০ টাকার দলিলে অংশীদারী ব্যবসার চুক্তিপত্র
  • ম্যানেজিং পার্টনারের তিন কপি ছবি
  • ম্যানেজিং পার্টনারের জাতীয় পরিচয়পত্র

কোম্পানির ক্ষেত্রে-

  • অফিস বা দোকান ভাড়ার চুক্তিপত্রের কপি
  • জায়গাটি ডিরেক্টরদের  করোর নিজের হলে ইউটিলিটি বিল এবং হোল্ডিং ট্যাক্স পরিশোধের ফটোকপি।
  • কোম্পানির সার্টিফিকেট অফ ইন-কর্পোরেশন
  • কোম্পানির মেমরেন্ডাম ও আর্টিকেল অফ এসোসিয়েশন
  • ম্যানেজিং ডিরেক্টরের তিন কপি ছবি
  • ম্যানেজিং ডিরেক্টরের জাতীয় পরিচয়পত্র

ট্রেড লাইসেন্স আবেদনের ধাপ: 

ট্রেড লাইসেন্স আবেদনের ধাপ (তথ্যসূত্র: প্রত্যয়ন)

নিন্মে কয়েকটি ট্রেড লাইসেন্স ফরম এর নমুনা দেওয়া হলোঃ

ডিবিআইডি অ্যাপ্লিকেশন ফরম (তথ্যসূত্র: ডিবিআইডি)

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (তথ্যসূত্র: মাইগভ)

ইপিজেড (তথ্যসূত্র: বেপজা)

পৌরসভা (তথ্যসূত্র: National Portal)