
হোম > বিজনেস নলেজ হাব
ভ্যাট:
ভ্যাট হচ্ছে Value Added Tax (VAT) যার বাংলা অর্থ মূল্য সংযোজন কর। যেসব কর মূল্যের সাথে যোগ করে পণ্যের দাম নির্ধারণ করা হয় তাকে মূল্য সংযোজন কর বা ভ্যাট (VAT) বলে। মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর, যা ভোক্তা বা ক্রেতার নিকট হতে আদায় করা হয়ে থাকে।
অর্থাৎ একটি পণ্যের নির্দিষ্ট দামের পর অতিরিক্ত যে টাকা সংযোজন করা হয়, তাকেই মূল্য সংযোজন কর বা সংক্ষেপে ভ্যাট বলা হয়।
একটি পণ্য বা সেবার বিভিন্ন ধাপে যে পরিমাণ মূল্য সংযোজন হয়, এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা তার উপর এই কর দিয়ে থাকেন। বাংলাদেশে ১৯৯১ সালে ভ্যাট পদ্ধতি চালু হয়। তবে, ভ্যাট নামের এই কর ব্যবস্থা কয়েক দশকের পুরনো। সর্বপ্রথম, ১৯৬০ এর দশকে ইউরোপে ভ্যাটের যাত্রা শুরু হয়।
উদাহরণস্বরুপ, একটি পণ্যের মূল্য যদি ১০০০ টাকা মূল্য দেওয়া থাকে, তাহলে আপনাকে ঐ পণ্যের নির্দিষ্ট পরিমাণ ভ্যাট শতাংশ হারে প্রদান করতে হবে। ধরুন, পণ্যটির ভ্যাট ১৫ শতাংশ তাহলে আপনাকে দিতে হবে ১০০০+১৫% বা ১১৫০ টাকা। আর এটাকেই মূল্য সংযোজন কর বা মূসক বলে।
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
নিন্মে কয়েকটি ভ্যাট সংক্রান্ত ফরম উল্লেখ করা হলোঃ
মূসক ৯.১: মূল্য সংযোজন কর দাখিলপত্র (NBR),
মূসক ৬.৩: কর চালানপত্র (NBR),
-মূসক ৬.৫: কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের পণ্য স্থানান্তর চালানপত্র (NBR),
মূসক ৪.৩: উপকরণ উৎপাদ সহগ ঘোষণা (NBR),
মূসক ২.১: ভ্যাট/টার্নওভার ভ্যাট রেজিষ্ট্রেশন ফর্ম (NBR),
মূসক ৯.২: টার্নওভার কর দাখিলপত্র (NBR),
মূসক ৬.১০: ২ (দুই) লক্ষ টাকার অধিক মূল্যমানের ক্রয়- বিক্রয় চালানপত্রের তথ্য (NBR),
মূসক ২.৩: মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র/ টার্নওভার কর তালিকাভুক্তি সনদপত্র (NBR)