হোম > ব্যবসার হাতেখড়ি

ব্যবসা শুরু করা

 

ব্যবসা শুরুর করার সময় আপনাকে নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে:

 

১। ব্যবসায়ের একটি নাম দিন

একটি সুন্দর নাম যেমন মানুষের জন্য প্রয়োজন, তেমনটি ব্যবসায়ের জন্যও প্রয়োজন। যে নামটি সহজে উচ্চারণ করা যায়, ফোনে কাউকে বললে সহজে বুঝা যায়- এমন নাম নির্ধারণ করা ভাল।

আপনি যদি লিমিটেড কোম্পানী ওপেন করতে চান, তাহলে RJSC (Registrar of Joint Stock Companies) থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনি আমাদের এই ভিডিওটি দেখলে এ বিষয়ে আরে জানতে পারবেন।

নাম নির্ধারণের পরপরই আপনার ওয়েবসাইটের জন্য একটি ডোমেইন রেজিস্ট্রেশন করে নিতে হবে।

 

২। একটি ট্রেড লাইসেন্স নিন

ব্যবসার ধরন যাই হোক না কেন, আপনি যে এলাকায় ব্যবসা করবেন, সেই এলাকার ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে।

প্রোপ্রাইটরশিপ বা এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে সরাসরি উপরের প্রযোজ্য সরকা্রি অফিসে গিয়ে প্রয়োজনীয় ফি জমা দিয়ে ট্রেড লাইসেন্স নিতে পারেন।

পার্টনারশীপ এবং লিমিটেড কোম্পানির ক্ষেত্রে RJSC থেকে রেজিস্ট্রেশনের পর একটি Certificate of Incorporation দেয়া হবে, যেটি দেখিয়ে আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে।

 

৩। BIN, TIN রেজিস্ট্রেশন করুন

ট্রেড লাইসেন্স পাওয়ার পরপরই একটি BIN (Business Identification Number) খুলতে হবে, যেটি মূলত ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর।

শুধুমাত্র লিমিটেড কোম্পানি হলেই ব্যবসায়ের নামে TIN (Tax Identification Number) খুলতে হবে।  অন্যান্য ক্ষেত্রে পারসোনাল TIN ই ব্যবহার করতে হবে।

 

৪। ব্যাংক একাউন্ট খুলুন

ব্যবসায়িক সকল লেনদেন করার জন্য অবশ্যই আপনাকে ব্যবসায়ের নামে ব্যাংক একাউন্ট খুলতে হবে। ব্যাংক একাউন্ট ছাড়া আপনি অনেক ব্যবাসায়িক লেনদেনই করতে পারবেন না। আপনি যে ক্লায়েন্টদের কাছে সেবা/পণ্য বিক্রয় করবেন তারা যদি আপনার একাউন্ট-এ সরাসরি টাকা ট্রান্সফার করতে চায় অথবা আপনার ব্যবসায়ের নামে চেক দেয় তাহলে ব্যাংক একাউন্ট ছাড়া আপনি সে টাকা রিসিভ করতে পারবেন না।

 

৫। ওয়েবসাইট/সোশ্যাল মিডিয়া একাউন্ট খুলুন

একটি ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া একাউন্ট আপনার পণ্যকে মূহুর্তের মধ্যে পৌঁছে দিতে পারে অগণিত টার্গেট কাস্টমার এর কাছে। একটি প্রফেশনাল ওয়েবপেইজ এখন একটি ডিজিটাল শপ, যেখানে আপনার কাস্টমার আপনাকে অর্ডার প্লেইস করতে পারে।

 

৬। মার্কেটপ্লেস এ লিস্ট করান

মার্কেটপ্লেস হচ্ছে মূলত ডিজিটাল বাজার। আমাদের লোকাল মার্কেট বা শপিং মলে যেমন অনেক পণ্য পাওয়া যায় এবং সেখান থেকে কেনাবেচা করা যায়। ডিজিটাল মার্কেটপ্লেস বা অনলাইন মার্কেটপ্লেসও ঠিক তেমনই

আপনি যদি বাংলাদেশের মার্কেটে কোন পণ্য বা সেবা বিক্রয় করতে চান, তাহলে দারাজ, পিকাবো, চালডাল, একশপ, ফুডপান্ডা, জয়িতা, বিক্রয় ডট কম- এ ধরনের মার্কেটপ্লেসগুলোতে রেজিস্টার করে নিতে পারেন আপনার ব্যবসাকে।

আর যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এ রেজিস্টার করতে চান, তাহলে আলিবাবা, আমাজন এ সাইটগুলোতে রেজিস্টার করে নিতে পারেন। এসব বিষয়ে বিস্তারিত জানতে নিচের ভিডিও দেখে নিতে পারেন।