
হোম > সফলতার গল্প
প্রোফাইল
নামঃ জেসমিন আক্তার
পদবিঃ প্রতিষ্ঠাতা
অবস্থানঃ চট্টগ্রাম
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক
ব্যবসার ধরণঃ কাঁথাশিল্প
শুরুর সময়ঃ ২০২০
ব্যবসা শুরুর মূলধনঃ ২৫,০০০ টাকা
কর্মীর সংখ্যাঃ ৪ জন
মাসিক আয়ঃ ৩০ হাজার টাকা
বাৎসরিক আয়ঃ প্রায় ৪ লাখ টাকা
মূল গল্প:
আমি জেসমিন আক্তার, সফলতার খোঁজে প্রথাগত নিয়ম ভেঙে শূন্য হাতে শুরু করি আমার স্বপ্নপূরণের ক্ষুদ্র ব্যবসা। একজন সফল উদ্যোক্তা এবং মাসিক আয় ৩০ হাজার হওয়ার পেছনের গল্পটা কখনোই সহজ ছিল না । আমি জেসমিন আক্তার , কাজ করছি কাঁথাশিল্প নিয়ে। কাঁথা শিল্পের কাজ বরাবরই শ্রম ও ধৈর্যের প্রতিফলন। একজন শারীরিক প্রতিবন্ধী নারী হয়েও সব রকম পরিস্থিতিতে ভয় না পেয়ে লড়ে গেছি সততার সাথে, যার উৎসাহ দাতা ছিলেন আমার ভাই। কাজটিকে নেশা হিসেবে নিয়েছি, প্যাশন হিসেবে দেখেছি, নিজেকে খুঁজেছি কাজের মাঝে। যার ফলে অতি দ্রুত আমি ব্যবসায় সাফল্য লাভ করি। একটি সাধারণ পরিবারের মেয়ে হয়ে এতদূর আসতে পেরে এবং নিজের নতুন পরিচয় অর্জন করে আজ আমি সত্যিই গর্বিত। নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রচেষ্টাগুলোকে সঠিক জায়গায় ব্যবহার করুন যা আপনাকে এনে দিবে নতুন পরিচয়।