হোম > ব্যবসার হাতেখড়ি

ক্রমবর্ধমান ব্যবসায়ের সাথে করণীয়

আপনার ব্যবসা ক্রমবর্ধমান অবস্থায় থাকলে আপনাকে নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে:

 

১। নিয়মিত ভ্যাট, ট্যাক্স রিটার্ন জমা দিন

ব্যবসায়ের হাতেখড়ির ৩ নম্বর কলামে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে, এটি এতোই গুরুত্বপূর্ণ যে আপনাকে এ বিষয়গুলোর প্রতি আলাদাভাবে খেয়াল রাখতে হবে এবং মাসিক রিপোর্টিং এর মধ্যে নিয়ে আসতে হবে।

২। ব্র্যান্ডিং এ ফোকাস করুন

ব্যবসা যখন বাড়তে থাকবে তখন মার্কেটিং এর পাশাপাশি পণ্য, কোম্পানি ব্র্যান্ডিং এর দিকে ফোকাস করতে হবে, যেন আপনার কোম্পানি বা পণ্য এর নাম শুনেই মানুষ চিনতে পারে এবং বিশ্বাস করতে পারে।

৩। সকল ধরনের হিসাবের সমন্বয় করুন

চলমান ব্যবসায়ে আপনার হিসাবের সাথে আপনি যাদের সাথে ব্যবসা করেন, তাদের হিসাব আপনার সাথে প্রতিমাসে অন্তত একবার আনুষ্ঠানিক সমন্বয় সাধন করে নিতে হবে। এ কাজটি সাধারণত একাউন্টস ডিপার্টমেন্ট করে থাকেন। এ ধরনের সমন্বয়ের মধ্যে থাকবে কাস্টমার লেজার সমন্বয়, ভেন্ডর লেজার সমন্বয়, ব্যাংক লেজার সমন্বয় ইত্যাদি।

৪। নিয়মিত আর্থিক বিবরণ (Financial Statement) তৈরি করুন

আর্থিক বিবরণ (Financial Statement) বলতে ইনকাম স্টেটমেন্ট (Income Statement), ব্যালেন্স শীট (Balance Sheet), ক্যাশ ফ্লো (Cash Flow), চেইঞ্জেস ইন ইকুইটি (Changes in Equity) এ চারটি রিপোর্টকে বুঝানো হয়। নিয়মিত বলতে monthly, quarterly, half yearly, yearly এই সময় অন্তরকে বুঝানো যেতে পারে। এ ক্ষেত্রে যত কম সময় অন্তর করা যায় ততই ভালো।

এ চারটি রিপোর্ট নিয়মিত তৈরি করে তার থেকে জ্ঞান নিয়ে পরবর্তী সময়ের বিজনেস প্ল্যান করতে হবে। বাৎসরিক স্টেটমেন্ট তৈরী করে প্রযোজ্য ক্ষেত্রে অডিট করে, ট্যাক্স এসেসেমেন্ট করে ট্যাক্স এর রিটার্ন জমা দেওয়া অত্যন্ত জরুরি।

 

সর্বোপরি, ব্যবসায়ের হাতেখড়ির এই ৪টি কলাম যদি আপনি যথাযথভাবে অনুসরণ করতে পারেন, তবে আপনি আপনার ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারেন বলে আশা করা যায়।