হোম > সফলতার গল্প

হস্তশিল্পের মাধ্যমে সফলতার পথে আমি

প্রোফাইল

নামঃ আরেফা পারভিন

পদবিঃ প্রতিষ্ঠাতা 

অবস্থানঃ নাটোর, রাজশাহী

শিক্ষাগত যোগ্যতাঃ রাষ্ট্রবিজ্ঞান ,মাস্টার্স রাজশাহী বিশ্ববিদ্যালয়

ব্যবসার ধরণঃ হাতের তৈরি জিনিসপত্র ,যেমনঃ গহনা,ফুল

শুরুর সময়ঃ ২০২০

ব্যবসা শুরুর মূলধনঃ ,০০০ টাকা

মাসিক আয়ঃ  থেকে .৫ হাজার টাকা

বাৎসরিক আয়ঃ প্রায় ৩০ হাজার টাকা

কর্মী সংখ্যাঃ ২ জন

 

No description available.
আরেফা পারভিন

 

 

 

 

মূল গল্প:

আমি আরেফা পারভীন ৫০ বছর বয়সী একজন নারী। শৈশব থেকেই জীবনটা ছিল আমার সংগ্রামের। সামান্য কিছু বেতনে চাকরি করার ইচ্ছা আমার কখনোই ছিল না, স্বপ্ন দেখেছি একজন উদ্যোক্তা হওয়ার। পারিবারিক কোনো সাহায্য না পেলেও নিজের প্রতি ছিল আত্মবিশ্বাস এবং অদম্য ইচ্ছাশক্তি। হস্তশিল্পে আমার বেশ দক্ষতা থাকায়, ২ জন কর্মী নিয়েই শুরু করি আমার স্বপ্নের পথ যাত্রা। উদ্যোগের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি মেনে চলেছি পরিষ্কার-পরিচ্ছন্নতা, গুণগত মান সম্পন্ন পণ্য এবং যথা সময়মতো পণ্য সরবরাহ প্রক্রিয়া। চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ ও পারিপার্শ্বিক বাঁধার সম্মুখীন হয়েছি, যা সততা ও ধৈর্যসহ সমাধান করেছি। ব্যক্তিগতভাবে সফলতা বলতে ভীষণ রকম পরিশ্রম আর ধৈর্য ধারণ করে লক্ষ্যে অবিচল থাকাকেই বুঝি। দুই থেকে আড়াই হাজার টাকা মাসিক আয়ে, নিজের কাজকে ছোট করে না দেখে  সততার সাথে কাজ চালিয়ে যাচ্ছি।