হোম > সফলতার গল্প

ফেসবুক পেজ থেকে উদ্যোক্তা হওয়ার গল্প

প্রোফাইল

নামঃ রিপা আক্তার

পদবিঃ প্রতিষ্ঠাতা 

অবস্থানঃ ঢাকা

শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক

ব্যবসার ধরণঃ শিমুল তুলার বালিশ, গুড়া মসলা তৈরি

শুরুর সময়ঃ ২০২০

ব্যবসা শুরুর মূলধনঃ ২০ হাজার টাকা

কর্মীর সংখ্যাঃ ২ জন

মাসিক আয়ঃ ৩০ হাজার টাকা

বাৎসরিক আয়ঃ প্রায় ৩ লাখ ৫০হাজার টাকা

 

 

রিপা আক্তার

 

 

 

 

মূল গল্প:  

আমি রিপা আক্তার, পারিবারিক কারণে শিক্ষাগত যোগ্যতা বেশি না থাকলেও আজ আমি একজন সফল  ব্যবসায়ী, হতে পেড়েছি একজন সফল উদ্যোক্তা । আমার ছোট বোনের অটুট মনোবল এবং আমার দক্ষতাকে একত্রিত করে এগিয়ে চলি নতুন একটি পরিচয় তৈরির পথে । মাসিক আয় শূণ্য হতে ২৫ হাজার টাকা হওয়ার পেছনের যাত্রা কখনোই মসৃণ ছিলো না। তবে আমি আমার পরিকল্পনায় অটল থেকে সে অনুযায়ী এদিয়ে গেছি ধীর পায়ে, জয় করেছি সকল বাধা । উদ্যোগের শুরুতে আমি তৈরিকৃত শিমুল তুলার বালিশ, গুড়া মসলার দাম ও ছবি, ভিডিও আমার ফেসবুক প্রোফাইল ও পেজে আপলোড দিতে শুরু করি যেন তা সবার মাঝে প্রচার হয়। পণ্যের গুণগত মান ভালো ও সঠিক মূল্য নির্ধারণ করায় খুব দ্রুত আমার পণ্যগুলি মানুষের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়। আমি এটাই বিশ্বাস করি যে,  ধৈর্য ও পরিশ্রমের সাথে কাজ করলে এবং ব্যবসায় সততা ধরে রাখলে, সফলতা আসতে বাধ্য। নতুন পরিচয় তৈরি করতে পেরে, আজ আমি নিজের প্রতি গর্বিত এবং এখন আর আমাকে পেছন ফিরে তাকাতে হয় না।