হোম > সফলতার গল্প

নারী উদ্যোক্তার সাফল্যের গল্প

নামঃ 

পদবিঃ 

অবস্থানঃ 

শিক্ষাগত যোগ্যতাঃ 

ব্যবসার ধরণঃ 

শুরুর সময়ঃ 

ব্যবসা শুরুর মূলধনঃ 

কর্মীর সংখ্যাঃ 

মাসিক আয়ঃ

বাৎসরিক আয়ঃ 

 

No description available.
নাঈমা ইসলাম  

 

 

 

 

 

 

মূল গল্প: 

স্বাধীন নারী উদ্যোক্তা হওয়ার যাত্রাপথ কখনোই সোনায় খোদাই করা ছিল না, অনেক বাধা ডিঙিয়ে আসতে হয়েছে এতদূর। আমি নাঈমা ইসলাম , ওয়ানক্রাফট’র প্রতিষ্ঠাতা। সফলতার আশা নিয়েই এখন থেকে ২৫ বছর আগে ধানমন্ডির ছোট একটা শো-রুমে সামান্য কিছু শাড়ি, ত্রি-পিস নিয়ে যাত্রা শুরু করি স্বপ্ন ছোঁয়ার উদ্দেশ্যে। সময়ের সাথে একটু একটু করে যুক্ত হয় জামদানি, সিল্ক, বেনারশিসহ অন্যান্য পণ্য, যা সুনাম অর্জন করে ঢাকা, রাজশাহীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায়। ব্যর্থতার অধ্যায় কে সততা ও ধৈর্য দ্বারা জয় করে, অর্জন করতে থাকি মানুষের বিশ্বাস ও ভালোবাসা। সরকারের কারুশিল্প বিষয়ক প্রকল্প, ব্যবসায় যোগ করে নতুন মাত্রা, যার ফলে আজ আমি একজন সফল উদ্যোক্তা। একজন নতুন উদ্যোক্তার খোঁজে কাজ করছি প্রশিক্ষক হিসেবে বিভিন্ন ট্রেনিং প্রতিষ্ঠানে। আমি বিশ্বাস করি, প্রবল ইচ্ছাশক্তি ও দৃঢ় বিশ্বাস ই পারে সফলতার চাবিকাঠি ছিনিয়ে আনতে।